প্রশ্ন: খুলনা জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৮৮২ সালে।
প্রশ্ন: খুলনা জেলার সীমানা কি?
উ: কক্সবাজার জেলার সীমানা:
✅ উত্তরে: যশোর ও নড়াইল
✅ দক্ষিণে: বঙ্গোপসাগর
✅ পূর্বে: বাগেরহাট
✅ পশ্চিমে: সাতক্ষীরা জেলা
প্রশ্ন: খুলনা জেলার আয়তন কত?
উ: ৪৩৯৪.৪৬ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: খুলনা জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি?
উ: মুকুলিত খুলনা।
প্রশ্ন: খুলনা জেলার গ্রাম কতটি?
উ: ১১০৬টি।
প্রশ্ন: খুলনা জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উ: ৬৮টি।
প্রশ্ন: খুলনা জেলার থানা কতটি ও কি কি?
উ: ১৪টি। খুলনা সদর, রূপসা, দৌলতপুর, বাটিয়াঘাটা, কয়রা, তেরখাদা, দাকোপ, পাইকগাছা, ডুমুরিয়া, ফুলতলা, দীঘলিয়া, খালিশপুর, খান জাহান আলী ও সোনাডাঙ্গা।
প্রশ্ন: খুলনা জেলার উপজেলা কতটি ও কি কি?
উ: ৯টি। আটয়াঘাটা, দাকোপ, ডুমুরিয়া, দিঘালিয়া, কয়লা, পাইকগাছা, ফুলতলা, রূপসা, তেরখাদা।
প্রশ্ন: খুলনা জেলার পৌরসভা কতটি?
উ: ২টি।
প্রশ্ন: খুলনা জেলার নদ-নদী কি কি?
উ: রূপসা, কপোতাক্ষ, শাকবাড়ীয়া, ভৈরব, পশুর, ভন্দ্রা, শিবসা, কয়রা নদী ইত্যাদি।
প্রশ্ন: খুলনা জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি?
উ: ম্যাচ ফ্যাক্টরি, পাওয়ার হাউজ, লবণ শিল্প, নিউজপ্রিন্ট মিল, হার্ডবোর্ড মিল, শিপইয়ার্ড, ক্যাবল ফ্যাক্টরি, খাদ্য ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানা, পিট কয়লা।
প্রশ্ন: খুলনা জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উ: সুন্দরবন, কবি কৃষ্ণচন্দ্রের বাড়ি, মংলা বন্দর, হাদিস পার্ক, বিএল কলেজ, প্রেম কানন।
প্রশ্ন: খুলনা জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
উ: জুবাইদা গুলশান আরা (শিক্ষাবিদ, লেখক), হাসান আজিজুল হক (কবি), শেখ রাজ্জাক আলী (রাজনীতিবিদ), আবদুস সবুর খান (রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক), কাজী ইমদাদুল হক (ঔপন্যাসিক), আচার্য প্রফুল্লচন্দ্র রায় (বিজ্ঞানী), বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান (মুক্তিযোদ্ধা), সিকান্দার আবু জাফর (কবি), সালাউদ্দিন ইউসুফ (রাজনীতিবিদ), সাবিনা ইয়াসমিন (সঙ্গীত শিল্পী)।